চলে গেলেন প্রিয় হায়াত আলী স্যারঃ শূণ্যতা অপরিমেয়

646

ঢাকা জেলায় সুপরিচিত ও প্রভাবশালী শিক্ষাবীদ, দোহার উপজেলার প্রবীন শিক্ষক ও জয়পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হায়াত আলী মিঞা মারা গেছেন। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি করোনা আক্রান্ত হয়ে গত শুক্রবার ঢাকার গ্যাষ্ট্রোলিভার হাসপাতালে ভর্তি ছিলেন। মৃত্যুকালে তিনি ৪ কন্যা, ২ পুত্র রেখে গিয়েছেন। মঙ্গলবার বাদ আসর তার নিজ কর্মস্থল জয়পাড়া পাইলট স্কুল মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।

শিক্ষক, সমাজসেবী ও রাজনৈতিক নেতা হিসাবে হায়াত আলী  মিঞা পুরো দোহারেই পরিচিত ছিলেন। ষাটের দশক থেকেই রাজনৈতিক অঙ্গনে পদচারনা ছিল হায়াত আলী  মিঞার। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবস্থায় রাজনীতি করেছেন তোফায়েল আহমেদের সাথে। সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ৬ দফা, উনসত্তরের গণ অভ্যুত্থানে। ছিলেন দোহার উপজেলা মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। একজন মুক্তিযোদ্ধা। সফল ভাবে পালন করেছেন আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব। রাজনীতি ছাড়াও শিক্ষকতা পেশায় তিনি ছিলেন দোহার উপজেলা শিক্ষকদের পথ প্রদর্শক। শুধু সফল মানুষ তৈরি করেননি, তৈরি করেছেন সফল রাজনৈতিক নেতাও। সাধারন মানুষের পাশে ছিলেন সব সময়। আজ এক কর্মবীরের প্রয়ান ঘটলো দোহার উপজেলা থেকে।

অন্য খবর  দোহারে স্বর্ণ ব্যবসায়ী খুন

নিউজ৩৯ পরিবারের পক্ষ থেকে হায়াত আলী মিঞা বিদেহী আত্মার প্রতি মাগফেরাত ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা রইলো। আল্লাহ এই আলোর পথের পথপ্রদর্শককে জান্নাতুল ফেরদৌসির অধিকারী করুন, আমীন।

আপনার মতামত দিন