মো. আল-আমীন ও শরিফ হাসান; প্রতিনিধি,news39.net :দোহার উপজেলায় করোনা লকডাউনের কারনে কর্মহীন লোকদের মাঝে লোকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ । বৃহস্পতিবার সন্ধ্যায় দোহারের লটাখোলা গ্রামে প্রায় দুই শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ।
এ সময়ে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, করোনার শুরু থেকে স্বেচ্ছাসেবক লীগ মানুষের পাশে ছিলো, আছে থাকবে। সবাইকে এক হয়ে এবং স্বাস্থ্য সচেতনতার মাধ্যমে আই মহামারী থেকে পরিত্রাণ পেতে হবে। দোহার – নবাবগঞ্জের সন্তান হিসেবে, আমার এলাকার জনগণ সর্বদা আমাকে আপনাদের পাশে পাবেন।
ত্রাণ বিতরণের পূর্বে, জয়পাড়া ক্লিনিকের সামনে একটি করোনা সুরক্ষা বুথ উদ্বোধন করেন তিনি। এছাড়া আগামী একমাস হটলাইনে ফোন কলের মাধ্যমে মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয়া হবে বলে, ঘোষণা করেন নির্মল রঞ্জন গুহ।
ঢাকা জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মাহবুব বেপারির সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক আবুল কালাম আজাদ হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা সহ-সভাপতি লুৎফর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার চোকদার, ঢাকা জেলা দক্ষিণ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর সাধারণ সম্পাদক শামীম শিপলু, পৌরসভার যুগ্ম সম্পাদক মান্নান, সাবেক ছাত্রনেতা তুহিন হোসাইন প্রমুখ।