নবাবগঞ্জে ৭জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত

105

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় ৭ জনের শরীরে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া ৭জনই পেশায় শ্রমিক। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের কাজে এসেছিলেন। নবাবগঞ্জ উপজেলা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলা ফোকাল পার্সন ও মেডিকেল অফিসার ডাঃ হরগোবিন্দ সরকার অনুপ জানান, করোনায় আক্রান্ত বিভিন্ন বয়সী ওই দশজন শ্রমিকের কাজ করেন। গত মে মাসের ১৮ তারিখে তারা সকলে ট্রাকযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে নবাবগঞ্জে আশ্রয়ণ প্রকল্পের কাজের জন্য এসেছিলেন।

বিষয়টি জানতে পেরে ২৬ মে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য তাদেরকে ঢাকার বক্ষব্যাধী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। তাদের সকলের শরীরে করোনাভাইরাসের ভারতীয় ধরণের ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এখন ঢাকার টিবি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আপনার মতামত দিন