ঈদ পরবর্তী দোহার উপজেলা প্রশাসনের অভিযানঃ ১৩ জনকে জরিমানা

153

ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ১৩ জনকে অর্থদণ্ড প্রদান করেছে দোহারের ভ্রাম্যমাণ আদালত। আজ রবিবার সকালে সারা দেশের ন্যায় ঢাকার দোহার উপজেলায় সরকার ঘোষিত কঠোর লকডাউন কার্যক্রমকে বাস্তবায়ন করতে দোহার উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র। দোহার উপজেলার থানার মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং স্বাস্থ্যবিধি অমান্য করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এই মর্মে সকলকে সর্তক করা হয়।
এ সময়ে সরকার ঘোষিত কঠোর লকডাউনে সরকারি নির্দেশ অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত সংক্রামণ রোগ ২০১৮-এ কয়েকজনসহ ১৩টি মামলায় ৪৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অভিযানে সহযোগিতা করেন দোহার থানা পুলিশ।

দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, আজ থেকে সরকার লকডাউন বৃদ্ধি করেছে আর তারি ধারাবাহিকতায় আজ আমরা থানার মোড়ে অভিযান পরিচালনা করি। প্রতিদিন ই করোনা আক্রান্তের সংখ্যা দোহারে বৃদ্ধি পাচছে। স্বাস্থ বিধি না মানলে দোহার উপজেলা প্রশাসন কঠোর হতে বাধ্য হবে।

আপনার মতামত দিন