ঢাকার নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ও বক্সনগর ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার দায়ে তিন মাটি ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বক্সনগর ইউনিয়নের দিঘীরপাড় চকে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল। এসময় বক্সনগর ইউনিয়নের দীঘিরপাড় চকে শাকিল ও সুমন বেপারী নামে দুই মাটি ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। রাতে জয়কৃষ্ণপুর ইউনিয়নের রাজাপুর গ্রামে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুণ কৃষ্ণ পাল জানান, অনুমতি ছাড়া কৃষি জমির মাটি কাটা সম্পূর্ণ নিষেধ। অবৈধভাবে মাটি কাটার দায়ে তিন ব্যবসায়ীকে দুই লাখ টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে। এই অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।