ঢাকার দোহার উপজেলায় বিপুল পরিমানে বিস্ফোরক পদার্থ ভারতীয় আতশবাজিসহ মো. শাহীন শেখ (৩৭) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। শুক্রবার বিকেলে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বড় রামনাথপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত শাহীন শেখ বিলাসপুর ইউনিয়নের বড় রামনাথপুর গ্রামের মৃত হালিম শেখের ছেলে।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১১ সিপিসি-১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আবু ছালেহ জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার বিলাসপুর ইউনিয়নের বড় রামনাথপুর এলাকা থেকে বিস্ফোরক পদার্থ ভারতীয় আতশবাজিসহ শাহীনকে আটক করে র্যাব-১১। এসময় তার কাজ থেকে Green sparklers (৩৯০ প্যাকেট), KITKAT (৩০ প্যাকেট), GROUND CHAKKAR (৩০০ প্যাকেট), PARROT (২৫০ প্যাকেট), TUMPA ছোট (১০ প্যাকেট), TUMPA বড় (২০ প্যাকেট), JUG-MUG (৭৫ প্যাকেট), COBRRA Crackers (১৭ প্যাকেট), WUNDER KERZEN (৬২০ প্যাকেট) বিস্ফোরক পদার্থ ভারতীয় আতশবাজি উদ্ধার করা হয়।
পরে তার বিরুদ্ধে দোহার থানায় বিস্ফোরক পদার্থ মজুদ আইনে মামলা করে পুলিশে হস্তান্তর করে র্যাব।