নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন তাবির পাভেল

969

ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারিত হলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা তাবির হোসেন খান পাভেল। ৪ এপ্রিল ২০২১, রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রজ্ঞাপনে তাকে এই পদ থেকে অপসারনের কথা নিশ্চিত করা হয়। তার অপসারনের ফলে শূন্য হয়েছে নবাবগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান পদটি।

নির্বাচনী হলপ নামায় তথ্য গোপন, ভুল ও মিথ্যা তথ্য প্রদানের কারনে তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয়। তিনি ১নং বিশেষ ট্রাইব্যুনাল, নারায়নগঞ্জ কর্তৃক ১৮৭৮ সালের অস্ত্র আইনে দোষী সাব্যস্ত হয়ে 19A ধারায় ১০ (দশ) বছরের সশ্রম কারাদন্ডে এবং 19f) ধারায় ৭ (সাত) বছরের সশ্রম কারাদন্ডে দণ্ডিত হয়েছেন। তার রায় ঘোষনা করা হয় ০৮-০৩-২০১৮ তারিখে। কিন্তু ) ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নমিনেশন পেপার দাখিলের সময়(দাখিলের তারিখ: ০৩-০৩-২০১৯) তিনি এই তথ্য গোপন করেন। বিষয়টি বিভাগীয় কমিশনারের তদন্তে প্রমাণিত হয়েছে। ফলে তাকে উপজেলা পরিষদ আইন-১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন, ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩(১)(খ) ও ১৩(১)(গ) ধারা লংঘনের দায়ে তাকে ভাইস চেয়ারম্যান পদ থেকে অপসারন করা হয়।

অন্য খবর  নবাবগঞ্জে বঙ্গবন্ধুর শাহাদৎবার্ষিকী উপলক্ষে রক্তদান

তাবির পাভেল

 

আপনার মতামত দিন