তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দোহার – নবাবগঞ্জে, তাপমাত্রা ৩৪°

239
তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে দোহার – নবাবগঞ্জে

নিউজ৩৯ঃ ঢাকা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তার প্রভাব পড়ছে দোহার, নবাবগঞ্জ ও কেরাণিগঞ্জের জনজীবনে। শুক্রবার দোহারের তাপমারা ছিলো ৩৪° সেলসিয়াস, নবাবগঞ্জে ৩৪° ও কেরানীগঞ্জে ৩৫° । সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে ৩৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৮ ডিগ্রি সেলসিয়াস।

শুক্রবার (২ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

কালবৈশাখীর বিষয়ে পূর্বাভাসে বলা হয়েছে, ২/৩ দিনের মাঝে দোহার, নবাবগঞ্জ ও কেরানীগঞ্জে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিও হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ হিসেবে একই এলাকায় অবস্থান করছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

আপনার মতামত দিন