আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য হলেন সুরুজ আলম

271
সুরুজ আলম

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক কমিটির উপ সম্পাদক নির্বাচিত হয়েছেন দোহারের সন্তান সুরুজ আলম সুরুজ। ১৭ জানুয়ারী ২০২১ তারিখে ঘোষনা কৃত এই কমিটিতে স্থান পেয়েছেন সুরুজ আলম সুরুজ। কমিটিতে সুরুজ আলম সুরুজসহ ২৫ জন সদস্য স্থান পেয়েছেন।

আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ-কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় সুরুজ আলম সুরুজ, মাননীয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন। নিউজ৩৯ কে তিনি বলেন, দেশ ও জাতির সেবায় জননেত্রী শেখ হাসিনা যেভাবে কাজ করে যাচ্ছেন তাতে অংশ নিতে পারায় তিনি কৃতজ্ঞ।

সুরুজ আলম সুরুজ দোহার উপজেলা ও ছাত্র রাজনীতিতে এক পরিচিত মুখ। ছাত্রলীগের রাজনীতি দিয়ে পথ চলা শুরু করা এই রাজনীতিবিদ ছিলেন ঢাকা জেলা ছাত্রলীগের আহবায়ক।  এছাড়া ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক।  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুরুজ আলম সুরুজ ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক পরিচিত মুখ।

আপনার মতামত দিন