দোহারে স্বর্ণালংকার ব্যবসায়ীদেরকে নিবন্ধন করতে উপজেলা প্রশাসনের নির্দেশ

199
দোহারে স্বর্ণালংকার ব্যবসায়ীদেরকে নিবন্ধন করতে উপজেলা প্রশাসনের নির্দেশ

ঢাকার দোহার উপজেলার দোহারে স্বর্ণালংকার ব্যবসায়ীদেরকে নিবন্ধন করার নির্দেশ দিয়েছে দোহার উপজেলা প্রশাসন। ঢাকা দোহার জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে দোহার উপজেলার সকল স্বর্ণালংকার ব্যবসায়ীকে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা মহোদয় বরাবর আবেদন করে ডিলিং লাইলেন্স সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয়েছে।

দোহার উপজেলার সকল স্বর্ণালংকার ব্যবসায়ীকে ৯ জানুয়ারি শনিবার সকালে জয়পাড়া বাজার, লটাখোলা বাজার ও হাইস্কুল মার্কেট ও কাজী সুপার মার্কেট  এলাকায় ( The Control Of Essential Commodities Act 1956 এর আওতায় “Dealing Licence Issuance”) প্রয়োজনীয় পণ্য নিয়ন্ত্রণ আইন ১৯৫৬ এর আওতা “ডিলিং লাইসেন্স ইস্যু বিষয়ে জুয়েলারি দোকানে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা  হয়। এই সময় ডিলিং লাইসেন্সের জন্য আবেদন ফরম সরবরাহ করা হয় সকল স্বর্ণালংকার ব্যবসায়ীকে জেলা প্রশাসকের কার্যালয় ঢাকা মহোদয় বরাবর আবেদন করে ডিলিং লাইলেন্স সংগ্রহ করতে নির্দেশ দেয়া হয়।

এসময় অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র।

আপনার মতামত দিন