দোহারে অবৈধ ড্রেজার পাইপ অপসারণ করলেন প্রশাসন

271
দোহারে অবৈধ ড্রেজার পাইপ

ঢাকার দোহার উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তী রাস্তার উপর দিয়ে নেয়া ৫ টি স্পটে অবৈধ পাইপ অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার ২৯শে ডিসেম্বর সকাল থেকে বাহ্রা থেকে নয়াবাড়ি পর্যন্ত প্রধান সড়কে ও সড়কের নিচে থাকা ড্রেজার পাইপ উচ্ছেদ সহ জব্দ করে  প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে এলাকাবাসী অভিযানের টের পেয়ে ড্রেজার মালিকরা পালিয়ে যায় এসময় অভিজান  পরিচালনা করেন সহকারী কমিশসনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র।

এসময় দোহার উপজেলার সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ বলেন, দোহার পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করলে বা জনগণের চলাচলের ব্যঘাত ঘটিয়ে বালু ব্যবসা করলে উপজেলা প্রশাসন কঠোর হস্তে তা দমন করবে। সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয় এ অভিজান চলমান থাকবে।

দোহারে অবৈধ ড্রেজার পাইপ অপসারণকালে সহযোগীতায় ছিলেন, ঢাকা জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশল জনাব মেহেদি হাসান ও দোহার থানার পুলিশ ফোর্স।

আপনার মতামত দিন