দোহারে বাশার চোকদারের শোডাউন

617

সোমবার দোহারে আওয়ামী লীগের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দোহার উপজেলা আওয়ামীলীগ এর সকল সহযোগী সংগঠনের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। এতে দোহার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাশার চোকদারের নেতৃত্বে শোডাউন করা হয়। শতশত লোক নিয়ে তিনি এই মহড়া দেন। এতে স্বেচ্ছাসেবক লীগের দোহার উপজেলা সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপজেলার রতন চত্তর থেকে শুরু হয়ে জয়পাড়া বাজার, করম আলি মোড় প্রদক্ষিণ করে উপজেলায় গিয়ে শেষ হয়।
এসময় বিলাশপুর ইউনিয়নের আওয়ামীলীগ সভাপতি  রাশেদ চোকদার উপস্থিত ছিলেন।

আপনার মতামত দিন