নবাবগঞ্জে উপজেলা চেয়ারম্যান করোনায় আক্রান্ত

107

ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ নাসির উদ্দিন আহমেদ ঝিলু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার বিকালে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহীদুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে উপজেলা পরিষদের চেয়ারম্যানের শরীরে করোনাভাইরাসে উপসর্গ দেখা দিলে মঙ্গলবার তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়। সেদিন রাতেই ফলাফলে আমরা নিশ্চিত হই তিনি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। বর্তমানে তিনি হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
উল্লেখ্য, গত ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর ৩৮ নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হলে উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে ৭ জনের করোনা শনাক্ত হয়। এ নিয়ে নবাবগঞ্জ উপজেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৭১৭ জন। মোট সুস্থ্য হয়েছে ৬৫৩ জন এবং করোনায় অাক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে ৯ জন।

আপনার মতামত দিন