দোহারের সুতারপাড়া হলের বাজারে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান

368
দোহারের সুতারপাড়া হলের বাজারে বিডি ক্লিনের পরিচ্ছন্ন অভিযান

ঢাকা দোহার উপজেলায় সুতারপাড়া ইউনিয়নের হলের বাজার পরিচ্ছন্ন করেছে বিডি ক্লিন বাংলাদেশ। পরিচ্ছন্ন বাংলাদেশের স্বপ্ন নিয়ে বিডি ক্লিন দোহার শাখার সদস্যবৃন্দ  উপস্থিত খাতায় স্বাক্ষর করে দোহার উপজেলার সুতারপাড়া হলের বাজারের চার পাস বিডি ক্লিন এর উদ্যোগে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়। ২৭ নভেম্বর শুক্রবার এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

২০২১ সালের মধ্যে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন এর লক্ষ নিয়ে সারাদেশে পরিচ্ছন্নতার বার্তা ছড়িয়ে দিচ্ছে বিডি ক্লিন। পাশাপাশি সকল বিডি ক্লিন টিম একতাবদ্ধ হয়ে প্রাণের দেশকে বিশ্ব মানচিত্রে পরিচ্ছন্নতার তালিকায় শীর্ষে নিয়ে যাবে। এরই ধারাবাহিকতায়  ঢাকা জেলার দোহার উপজেলার হলের বাজার এড়িয়া পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয় বিডি ক্লিন।

এসময় আরো উপস্থিত ছিলেন বিডি ক্লিন দোহার উপজেলা শাখার অন্যতম সদস্য মো. মোয়াজ হোসেন, সোহাগ হোসাইন, চাঁদনী ভূঁইয়া ,তামিম জামান আরো অনেকে বিডি ক্লিন এর সদস্যবৃন্দ ।

আপনার মতামত দিন