নবাবগঞ্জে লাইসেন্সবিহীন ক্লিনিকে অভিযানঃ আটক ও জরিমানা

342

নবাবগঞ্জে হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলায় ২টি হাসপাতালে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে। নবাবগঞ্জ উপজেলার পাড়াগ্রাম জেনারেল হাসপাতাল ও নবাবগঞ্জ চক্ষু এন্ড জেনারেল হাসপাতালে এই অভিযান পরিচালনা করা হয়েছে৷ নানা অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা জেলা সার্জন অফিস এবং উপজেলা প্রশাসনের যৌথ অভিযান পরিচালনা করা হয়৷
দুপুর ১২টার দিকে নবাবগঞ্জ চক্ষু এন্ড জেনারেল হাসপাতালে অভিযান পরিচালনা করা হয়৷ ঐ প্রতিষ্ঠানের কোন লাইসেন্স দেখাতে পারেনি কর্তৃপক্ষ। তাদের সকল কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়৷ ১ লাখ টাকা জরিমানা করা হয় অনাদায়ে আটককৃত ম্যানেজারকে জেল হাজতে প্রেরণের নিদেশ দেন।
এর পরে পাড়াগ্রাম জেনারেল হাসপাতালের ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভোক্তা সংরক্ষণ আইনে নবাবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজিবুল ইসলামের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে ২ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়৷ লাইসেন্স না থাকায় প্যাথলজি এবং ওটি বিভাগ বন্ধ রাখার নির্দেশনা দেয়া হয়। তবে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এসব কার্যক্রম বন্ধ থাকবে বলে জানান, জেলা ডেপুটি সিভিল সার্জন মো. ডাঃ মো. বিল্লাল।

আপনার মতামত দিন