দোহার উপজেলার জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসায় হেফজখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। বুধবার বিকাল তিনটার দিকে আগুনের সূত্রপাত ঘটে। এই অগ্নিকান্ডে কোন হতাহতের ঘটনা ঘটে নি।
স্থানীয়দের সূত্রে জানা যায়, আজ বুধবার আনুমানিক তিনটার দিকে মাদ্রাসার হেফজ খানায় এ আগুন লাগে। এ সময় প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়। তখন স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস এসে দেড় ঘন্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে পারে। এঘটনায় হেফজখানায় থাকা মাদ্রাসায় শিক্ষক ও ছাত্রদের বই, খাতা, জামা কাপড়,কোরআন শরীফ সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
এ অগ্নিকান্ডের বিষয় দোহার ফায়ার সার্ভিসের অফিসার আব্দুল হক বলেন, তিনটার দিকে আমাদেরকে অগ্নিকাণ্ডের খবর দেয়া হলে আমরা দ্রুতই ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সুত্রপাত ঘটে।
এ ব্যাপারে জয়পাড়া মাহমুদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ.ন.ম. আব্দুর রহমান জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় আমাদের ৭ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মাদ্রাসা বন্ধ থাকায় ছাত্ররা কেউ ভেতরে ছিলো না বিধায় প্রাণহানি হয়নি।