দোহার – নবাবগঞ্জে ১০০ পরিবারকে নিজ অর্থয়ানে আদর্শ ঘর দিলেন সালমান এফ রহমান

    390

    শরিফ হাসান ও আল-আমিন, নিউজ৩৯: দোহার-নবাবগঞ্জ তথা ঢাকা-১ আসনের সাংসদ, মাননীয় প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপির পক্ষ থেকে ভূমি ও গৃহহীন ১০০টি পরিবারকে একটি আদর্শ ঘর নির্মাণ করে দেয়া হবে। সম্পূর্ণ ব্যক্তিগত তহবিল থেকে এই অর্থ সালমান এফ রহমান বরাদ্দ করেছেন বলে, মংগলবার বিষয়টি নিউজ৩৯কে নিশ্চিত করেছেন দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন। তিনি জানান, মুজিববর্ষে শেখ হাসিনার রাষ্ট্রে কেউ গৃহহীন থাকবে না। এজন্য সারাদেশেই এমন উদ্যোগ নেয়া হয়েছে।

    আলমগীর হোসেন নিউজ৩৯কে বলেন, প্রতিটি ঘর বাবদ নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১,৭১,০০০ টাকা। দোহার উপজেলার জন্য ৪০টি এবং নবাবগঞ্জ উপজেলার জন্য ৬০ টি ঘর বরাদ্দ হয়েছে। একইসাথে দোহার উপজেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন তার ব্যক্তিগত তহবিল থেকে আরো ৫টি ঘর দোহার উপজেলার জন্য বরাদ্দ দিয়েছেন।

    এই ঢাকা-১ আসনে ১০০টি ঘর বরাদ্দ দেয়ায়, দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন তাৎক্ষণিকভাবে টেলিফোনে সাংসদ সালমান এফ রহমানকে ধন্যবাদ জানিয়েছেন ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

    আপনার মতামত দিন