নারিশায় ইয়াবা ব্যবসায়ী আটক

526
নারিশায় ইয়াবাসহ ব্যবসায়ী আটক

ঢাকার দোহার উপজেলার নারিশা খালপাড় এলাকায় থেকে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১১। মঙ্গলবার(২২শে সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সহকারি পুলিশ সুপার ও র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার প্রনব কুমার গোপন সংবাদের ভিত্তিতে এই ইয়াবা ব্যবসায়ীকে আটক করে। আটক কৃত ইয়াবা ব্যবসায়ীর নাম কাউসার খালাসী। সে মৃত হাজী আলী হোসেন খালাসীর ছেলে।
র‍্যাব-১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ খবর পায় কাউসার ইয়াবা সেবন ও পরিবহনে বিক্রয়ের উদ্দেশে বের হয়েছে। এই সময় তাকে নারিশা খালপাড়ে গাড়ি থামাতে বলে র‍্যাব। এই সময় তার কাছ থেকে ১৭পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় দোহার ভ্রাম্যমান আদালতের আইনে সহকারি কমিশনার জ্যোতি বিকাস চন্দ্র, তাকে ২০১৮(৩৬এর)১৬ধারায় ইয়ারা পরিবহন সেবনও বিক্রয়ের দায়ে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ৫দিন কারাদণ্ড দিয়ে তাকে কেন্দ্রীয় কারাগারে প্রেরন করা হয়।
এ সময় সহকারি কমিশনার জ্যোতি বিকাশ চন্দ্র বলেন,মাদক জিরো টলারেন্সে নামিয়ে আনা হবে।কাউকে ছাড় দেয়া হবে না।

আপনার মতামত দিন