কার্তিকপুর-বাহ্রায় ভ্রাম্যমান আদালতের অভিযান

684
কার্তিকপুর-বাহ্রায় ভ্রাম্যমান আদালতের অভিযান

২৯ আগস্ট শনিবার বিকাল ৪টায়, ঢাকা দোহার কার্তিকপুর বাজার ও বাহ্রাঘাট এলাকায়, মোবাইল কোর্ট বসান, ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র। এই সময় এই অভিযান পরিচালনায় সহযোগীতা করে দোহার থানা।
যারা ব্যাপরোয়া ভাবে মটর বাইক চালান,যাদের মাথায় হেলম্যাট,ডাইভিং লাইসেন্স নাই,গাড়ির কাগজপত্র নাই ও স্বাস্থ্য বিধি অমান্ন করে গাড়ি চালানো অপরাধে অর্থ দন্ড সহ মামলা করেন,মোট ১৮টি মামলা করে এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর কয়েকটি ধারায় তিনটি মিষ্টান্ন ভান্ডারকে ওজনে কারচুপি ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি বানানোর দায়ে জরিমানা করা হয়। এগুলো হলো রনজিৎ মিষ্টান্ন ভান্ডার কে ৫০০০ টাকা, ইসলামিয়া সুইটস কে ৮০০০ টাকা ও আল-মদিনা সুইটস কে ৫০০০ টাকা জরিমানা করা হয়েছে।
১৫টি মটর বাইককে মোবাইল কোর্ট এর মাধ্যমে ৩৫০০ টাকা জরিমানা করা হয়।মোট জরিমানা করেন ২১৫০০টাকা।সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে ও মাস্ক ব্যবহার করার অনুরোধ ও সতর্ক করেন,সকল মটর বাইক চালককে সতর্ক করেন, ভবিষ্যতে যেন হেলম্যাট, প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে বের হয়।

আপনার মতামত দিন