দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জে ত্রান বিতরন: সর্ব প্রথম এগিয়ে এলেন নির্মল রঞ্জন গুহ

236
নির্মল রঞ্জন গুহ

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও দোহারের কৃতি সন্তান বাবু নির্মল রঞ্জন গুহ বন্যা দূর্গতদের মাঝে ত্রান বিতরন করেছেন। বন্যা আক্রান্ত পানি বন্দি মানুষের মাঝে তিনি বাড়ি বাড়ি যেয়ে ত্রান সামগ্রী পৌছে দেন। বন্যা আক্রান্ত দোহার-নবাবগঞ্জ-মানিকগঞ্জের বাসিন্দাদের মাঝে তিনি এই ত্রান সামগ্রী বিতরন করেন।

মহামারী করোনার পর বাংলাদেশে দেখা দিয়েছে বন্যা। পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে নতুন করে বন্যায় আক্রান্ত হচ্ছে হাজারো মানুষ। পানি বাড়ার সাথে সাথে নতুন করে পানি বন্দি হচ্ছে হাজারো মানুষ। পানি বাড়ার সাথে সাথে দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগ। এই সময় এই বন্যা আক্রান্ত মানুষের পাশে দাড়ালেন বাবু নির্মল রঞ্জন গুহ। বাবু নির্মল রঞ্জন গুহের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এসে দাড়িয়েছে বন্যা আক্রান্ত সাধারন মানুষের মাঝে। কিছু দিন আগে করোনা থেকে মুক্তি পাওয়া বাবু নির্মল রঞ্জন গুহ আবার পাশে এসে দাড়িয়েছেন সাধারন মানুষের মাঝে। বন্যা দূর্গত সাধারন মানুষের মাঝে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বিতরন করেছেন ত্রান সামগ্রী। ঘরে ঘরে পৌছে দিয়ে এসেছেন নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এই সময় তার পাশে ছিলেন তার সহধর্মীনি আলো গুহ।

অন্য খবর  নবাবগঞ্জে ডেঙ্গু রোগীদের ইসলামী ব্যাংকের সহায়তা

আপনার মতামত দিন