সন্তানের মুখ না দেখেই করোনা ভাইরাসে কুয়েত প্রবাসীর মৃত্যু

251

ঢাকার নবাবগঞ্জ উপজেলার শিকারীপাড়া ইউনিয়নের সন্তান কুয়েত প্রবাসী আব্দুল বারেক কাজী(৪০) করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেছেন। তিনি কুয়েতে্র একটি হাসপাতালে মারা গেছেন। তিনি শিকারীপাড়া ইউনিয়নের কাশেম কাজীর সন্তান।

করোনা মহামারীতে কুয়েতে তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হন। এই ভাইরাসে তার শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হলে তাকে কুয়েতের একতি হাসপাতালে ভর্তি করা হয়। কুয়েতের সেই হাসপাতালে তিনি গত ১ মাস চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সেই হাসপাতালেই তিনি মারা যান। এই কোরবানীর ঈদে তার বাড়ি ফেরার কথা ছিল। ১২ বছরের বিবাহিত জীবনে তিনি দুই বছর আগে প্রথম সন্তানের পিতা হন। সেই সন্তানের মুখও তিনি দেখে যেতে পারলেন না।

আপনার মতামত দিন