জেলা পরিষদের অর্থায়নে দোহারে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ

81
জেলা পরিষদের অর্থায়নে দোহারে নারীদের মাঝে সেলাই মেশিন বিতরন

ঢাকা জেলা পরিষদের অর্থায়নে ঢাকা জেলার দোহার উপজেলার ৯০ জন নারীকে সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার উপজেলার কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে সেলাই মেশিন প্রদান করা হয়। যাদের সেলাই মেশিন প্রদান করা হয়েছে তারা সবাই উপজেলা পরিষদের অধিনে প্রশিক্ষনপ্রাপ্ত।

ঢাকা জেলা পরিষদের অর্থায়নে এই সেলাই মেশিন বিতরনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান। তিনি নিজে উপস্থিত থেকে এই সেলাই মেশিন বিতরন তদারকি করেন। এই সময় আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জ্যোতি বিকাশ চন্দ্র, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বজলুর রহমান কামাল, জেলা পরিষদের সদস্য শাহজাহান মোল্লা, শেখ সাহাবুদ্দিন প্রমুখ।

আপনার মতামত দিন