দোহারে করোনা সংক্রমিত রোগীর সংখ্যা দেড়শ ছাড়ালো

509
দোহারে করোনাভাইরাস

ঢাকা জেলার দোহার উপজেলায় করোনা ভাইরাসে সংক্রমিত রোগীর সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। দোহার উপজেলায় আজকে নতুন করে ২৩ জন করোনা সংক্রমিত রোগী চিহ্নিত করা হয়েছে। এই নিয়ে দোহারে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়ালো ১৫২ জন। দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা জসিমউদ্দিন নিউজ৩৯ কে নতুন আক্রান্তের খবর নিশ্চিত করেছেন।

ঢাকা জেলার দোহার উপজেলায় প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত ৪ জুন ও ৬ জুন পাঠানো ৮১ জনের নমুনা থেকে ২৩ জনের করোনা পজেটিভ রেজাল্ট এসেছে। এর মাঝে ৪ জুন পাঠানো ৪০ জনের নমুনা থেকে ১৩ জন ও ৬ জুন পাঠানো ৪১ জনের নমুনা থেকে ১০ জনের করোনা পজেটিভ এসেছে। আক্রান্তদের ইউনিয়ন তাদের সামাজিক নিরাপত্তার কারনে প্রকাশ করেনি দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে তাদের হোম আইসোলেশন নিশ্চিত করতে কাজ করবে প্রশাসন বলে জানিয়েছে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

আপনার মতামত দিন