দোহারে নতুন করে ১৪ জন করোনায় আক্রান্ত

269
দোহারে করোনাভাইরাস

ঢাকা জেলার দোহার উপজেলায় নতুন করে আরও ১৪ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ১২৯ জন।

সোমবার (৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন।

দোহার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন বলেন, গত ৩ জুন পাঠানো ৩৮ জনের নমুনা থেকে ১৪ জনের করোনা পজিটিভ এসেছে। নতুন আক্রান্ত ১৪ জনের মধ্যে ৩ জন ফুলতলা, ৩ জন নারিশা, ৩ জন দোহার, অন্যরা জয়পাড়া ও ঘোনা এলাকার বাসিন্দা।

দোহারে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৪০ জন। মৃত্যুবরণ করেছেন ২ জন।

আপনার মতামত দিন