গালিমপুরে ত্রান বিতরণ

89
নবাবগঞ্জ

করোনা ভাইরাস জনিত বৈশ্বিক মহামারির কারনে মানবতার সেবায় নবাবগঞ্জ উপজেলাধীন গালিমপুর ইউনিয়নস্থ সোনাহাজরা গ্রামের উদ্যোমী যুবসমাজের উদ্যোগে এবং স্থানীয় আশেপাশের কিছু প্রবাসীদের সমন্বয়ে ২য় বারের মতো উক্ত গ্রামের ৯০ উর্ধ  নিম্নবিত্ত পরিবারের মাঝে চাল, ডাল, তেল, পেয়াজ এবং আলু সহ কিছু নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রীর সমন্বিত একটি করে শুভেচ্ছা উপহার স্বরুপ পৌছে দেয়া হয়।

এ ব্যাপারে উক্ত গ্রামের দুবাই প্রবাসী মতিয়ার রহমান হিরা নিউজ৩৯কে জানান যে ভবিষ্যতেও সমাজের প্রয়োজনে সামাজিকভাবে যেকোন পরিস্থিতি মোকাবেলায় উক্ত যুবসমাজ সর্বদা মানবতার সেবায় খেটে খাওয়া মানুষের পাশে থাকবে।

উল্লেখ্য যে প্রথম ধাপে রোযার শুরুতেও প্রায় ৫০ উর্ধ পরিবারের মাঝে এরুপ উপহার সরূপ ইফতার সামগ্রী দেয়া হয়েছিল।

আপনার মতামত দিন