Xiaomi Note 8 – বছরের অন্যতম সেরা মোবাইল  

877
বিডিস্টল

 

শাওমি মোবাইলের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলারকিছু নেই। চাইনিজ ব্রান্ড হলেও এদের আকর্ষণীয় মূল্যে ভাল বিল্ড কোয়ালিটি ও নতুন সবফিচারের মোবাইল সবার মনে জায়গা করে নিয়েছে। বর্তমানে বাংলাদেশের বাজারে  শাওমি নতুন যেসব মোবাইল এনেছে তার মধ্যে XiaomiNote 8 অন্যতম জনপ্রিয়মডেল। এই ফোন এ রয়েছে এমন কিছু চমক যার কারণে শাওমি প্রেমীদের চোখেএই ফোনটি ২০২০ সালের সেরামোবাইল বলা চলে।

চলুন দেখে আসি এই মডেলের কিছু অনন্য বৈশিষ্ট্য।

মডেলঃ শাওমি নোট ৮

ডিসপ্লে সাইজঃ ৬.৩ ইঞ্চি, ১০৮০ x ২৩৪০ রেজোলিউশান

সিমঃ ডুয়েল সিম

নেটওয়ার্কঃ  ৪জি / এলটিই

র‍্যামঃ জিবি

রমঃ ৬৪ জিবি

ব্যাক ক্যামেরাঃ ৪৮ এমপি + এমপি + এমপি+ ২ এমপি

সেলফি ক্যামেরাঃ ১৩ মেগাপিক্সেল

সিপিইউঃ অক্টা-কোর

ব্যাটারি কেপাসিটিঃ ৪০০০ এমএএইচ নন রিমুভেবল

শাওমি নোট ৮ এর বর্তমান প্রাইস ১৪,৫০০ থেকে ১৬,৫০০ এর মধ্যে। তবে শাওমি ফোনের আপডেটেড প্রাইস আপনি বিডিস্টল.কম থেকে দেখে নিতেপারেন।

আপনার মতামত দিন