দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাষ্ট্রিয়ালের বাৎসরিক সাধারণ সভা

254

ইসলাম আহাদঃ দোহার উপজেলার জয়পাড়ায় দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাষ্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের ৪২তম বাৎসরিক সাধারন সভা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১২টায় উপজেলার জয়পাড়ায় সমিতির সভা কক্ষে এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। দোহার-নবাবগঞ্জ উইভার্স কো-অপারেটিভ ইন্ডাষ্ট্রিয়াল ইউনিয়ন লিমিটেডের সভাপতি ডা. রমজান আলী মল্লিকের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সরকারী দোহার-নবাবগঞ্জ কলেজের সাবেক ভি. পি. হারুন উর রশিদ উসমানী, ঢাকা জেলা (দক্ষিণ) তাতীঁলীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দিন আহমেদ, দোহার উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আলাউদ্দিন মিয়া, নবাবগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রহিম, উপজেলা তাতীঁলীগের সভাপতি মোজাজ্জাফর হোসেন টিটু, সাবেক ছাত্রনেতা সাজ্জাদ হেসেন সুরুজ, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান আকন্দ, আওয়ামীলীগ নেতা আলমাস কমিশনার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজীব শরীফ, আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. হুমায়ুন কবির।

আপনার মতামত দিন