ঢাকার দোহারে ১০১১ পুড়িয়া হেরোইনসহ মো. রুবেল (২৬) নামে এক যুবককে গ্রেফতার করেছে দোহার থানা পুলিশ। বুধবার সকালে উপজেলার ইসলামপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃত রুবেল উপজেলার পূর্ব লটাখোলা আলম হোসেনের ছেলে।
পুলিশ সুত্রে যানা যায়, মাদকের বিরুদ্ধে জিরুটলারেন্স ঘোষনা করে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় ঢাকার দোহারের বিভিন্ন যায়গায় মাদকের বিরুদ্ধে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে দোহার থানা ওসি সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এএসআই শাহিন, জাহিদ ও মনিরুজ্জামানের যৌথ অভিযানে দোহার থানাধীণ ইসলামপুর সাকিনস্থ ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যা্লয়ের সামনে বাম পাশে পাকা রাস্তার উপর হইতে সকাল ০৬.২০ ঘটিকার সময় রুবেলকে অাটক করে পুলিশ। আটককৃত রুবেল পূর্ব লটাখোলার আলমের ছেলে।
এ বিষয়ে দোহার থানায় একটি মাদক মামলা করে আসামীকে আদালতে প্রেরন করা হয়েছে।
আপনার মতামত দিন