মোহাম্মদপুর ইউনিয়নে ডাকাতি: আহত দুই

416

আবু নাইম ♦ দোহারের মোহাম্মদপুর ইউনিয়নের চর কুসুমহাটি গ্রামে এক ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়েছে। আনুমানিক ষাট থেকে সত্তুর জন এর এক দল ডাকাত রাত একটা থেকে দুইটা তিরিশ মিনিট পর্যন্ত ডাকাতি করে। ডাকাতদল পুরো বাড়ী ঘিরে ফেলে ডাকাতি করে। তারা বিভন্ন আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে এক এক করে বনি আমিন শিকদার এবং তার ছয় ভাইয়ের বাড়ীতে ডাকাতি করে। তারা বাড়ীর এক গৃহিনী ও এক মেয়েকে আঘাত করে। ডাকাতিকালে আনুমানিক ৭০ ভরি স্বর্ণ, এক লাখ তিরিশ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

আপনার মতামত দিন