নবাবগঞ্জে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সভা

208

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।  সোমবার দুপুরে সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজ মাঠে  উপজেলা প্রশাসনের আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান।

প্রধান অতিথির বক্তব্যেঢাকা জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, যৌতুক, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক প্রতিরোধে অভিভাবক, শিক্ষক ও  শিক্ষার্থীদের এক সাথে কাজ করতে হবে। সেই সাথে মান সম্মত শিক্ষা যদি নিশ্চত করা যায় তাহলে হয়তো সমাজ থেকে এ সব সমস্যা দূর হবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, তোমরা প্রতিদিন একটা ভাল কাজ করবে। ২০৪১ সালে তোমাদের কেউ খারাপ করুক এটা কেউ চাইবে না। অর্থাৎ উন্নত বাংলাদেশে তোমরাও থাকবে উন্নত। যেখানে মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও জঙ্গি থাকবেনা।

এর আগে সকাল সাড়ে ১১টয় জেলা প্রশাসক নবাবগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মত বিনিময় করেণ।

নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দীন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদপ্তরের সহকারি পরিচালক (এডি) সুব্রত সরকার শুভ, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল, সরকারি দোহার-নবাবগঞ্জ কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. আনোয়ার হোসেন, নবাবগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অন্য খবর  সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিককে দেখতে হাসপাতালে দোহার প্রেসক্লাব সভাপতি সেক্রেটারী

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কলেজের শ্রেণীকক্ষের সিসি ক্যামেরা, শিক্ষকদের ডিজিটাল হাজিরা ও বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন শেষে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেণ।

আপনার মতামত দিন