দোহার পৌরসভার ভোট স্থগিত

342

সীমানা নির্ধারণ সংক্রান্ত জটিলতার কারণে ঢাকা জেলার দোহার পৌরসভার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (০৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসির যুগ্ম সচিব ফরহাদ আহাম্মদ খান। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই পৌরসভার নির্বাচন স্থগিত করা হয়েছে।

গত ৪ সেপ্টেম্বর (বুধবার) এই পৌরসভার সীমানা পুনর্নির্ধারণ কার্যক্রম সমাপ্ত না হওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত রাখার জন্য ইসিকে চিঠি দেয় স্থানীয় সরকার মন্ত্রণালয়।

৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) দোহারসহ তিন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছিল কমিশন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১২ সেপ্টেম্বর, বাছাই ১৫ সেপ্টেম্বর ও প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ সেপ্টেম্বর। এই তফসিল অনুযায়ী, নবীনগর ও লালমোহন পৌরসভার নির্বাচন যথানিয়মেই অনুষ্ঠিত হবে।

ঢাকার দোহার পৌরসভায় ২০০০ সালের ২৬ সেপ্টেম্বর প্রথম ও শেষবারের মতো ভোট হয়েছিল।

আপনার মতামত দিন