দোহারে জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা

147

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে শান্তির অভিযাত্রী ছাত্র ও সমাজকল্যাণ সংগঠন। উক্ত অনুষ্ঠান নিউ আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে ১৪ আগস্ট অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক তাজওয়ার মুনির এর সঞ্চালনায় ও সভাপতি সালমান মাহমুদ এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি পদ্মা কলেজের হিসাববিজ্ঞান প্রভাষক মোঃ মাসুদ রানা, নিউ আইডিয়াল হাই স্কুল এর প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন। উক্ত অনুষ্টানে আলোচনা রাখেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সংগঠনের সহ সভাপতি সুজন হোসেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সংঠনের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মামুন হোসেন। এসময় সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার এবং সনদ তুলে দেন অতিথিবৃন্দ।

আপনার মতামত দিন