নবাবগঞ্জে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

191
নবাবগঞ্জ

দেশের প্রাচীন রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবাষির্কী নানা আয়োজনে মধ্য দিয়ে পালন করেছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার সকালে একটি র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান তাবির হোসেন খান পাভেল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম জালাল শিমুসহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আপনার মতামত দিন