দোহারে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

254

ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে দোহার উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রবিবার সকালে উপজেলার লটাখোলা করমআলী মোড় থেকে একটি র‍্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে জয়পাড়া রতন চত্তরে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কেক কাটা হয়।

এসময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, সহ-সভাপতি মোল্লা বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন আল মামুন, কেন্দ্রীয় মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক শেখ আনার কলি পুতুল, আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির শ্রম ও জনশক্তি বিষয়ক সদস্য মো. জয়নাল আবেদীন, ঢাকা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ মাসুদ মোল্লা, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রলীগের সভাপতি গিয়াসউদ্দিন সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি মু. আলমাছ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি বাসার চোকদার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবলীগের আহবায়ক মোশারফ দেওয়ান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক উদয় হোসেন, ছাত্রলীগের পৌর সভাপতি পাপেল মাহমুদ নিজাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান সাদ্দাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাজ্জাদ হোসেন সুরুজ, বিলাশপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাশেদ চোকদার, যুবলীগ নেতা হুমায়ন কবির প্রমূখ।

আপনার মতামত দিন