দোহার পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থী হতে পারেন যারা

938

যতই দিন যাচ্ছে ততই গুঞ্জন বাড়ছে দোহার পৌর নির্বাচনের সম্ভাব্য মেয়র প্রার্থীদেরকে নিয়ে। দীর্ঘ ১৯ বছরের  আইনি জটিলতা নিস্পত্তি হতে যাচ্ছে দোহার-নবাবগঞ্জের সাংসদ জনাব সালমান এফ রহমানের ঐকান্তিক প্রচেষ্টায়। আর এতেই নির্বাচনী আমেজ শুরু হয়েছে। যদিও নির্বাচনী তফসিল এখনো ঘোষণা হয়নি, যে  কোনো দিন হতে পারে এই তফসিল।

এরই মধ্যে ঈদ শুভেচ্ছাসহ বিভিন্ন রঙ্গিন পোস্টারে ছেয়ে গিয়েছে রাস্তা ঘাট আর বিভিন্ন দেয়াল। কারা হচ্ছেন সম্ভাব্য প্রার্থী তা নিয়েও চলছে বিভিন্ন হিসাব-নিকাশ। প্রার্থীদের উৎসাহ-আগ্রহ প্রকাশ জনসংযোগ পর্যবেক্ষণ করে নিউজ৩৯ সম্ভাব্য প্রার্থীদের তালিকা করেছে।

সম্ভাব্য মেয়র প্রার্থীরা হচ্ছেন:

নজরুল ইসলাম বাবুল ( সাবেক চেয়ারম্যান-সুতারপাড়া ইউনিয়ন ও বর্তমান সভাপতি, দোহার উপজেলা আওয়ামিলীগ)

মো. নুরুল ইসলাম (সাবেক চেয়ারম্যান, সুতারপাড়া ইউনিয়ন ও বিএনপি সমর্থক),

আব্দুর রউফ মোল্লা ( সদস্য – এফ রহমান ফাউণ্ডেশন)

মাসুদ মোল্লা – ( সাংগাঠনিক সম্পাদক – যুবলীগ – ঢাকা জেলা)

ভিপি আলমাস উদ্দিন (সভাপতি – যুবলীগ, দোহার উপজেলা)

জিএস আব্দুর রহমান আকন্দ ( সাধারণ সম্পাদক- যুবলীগ)

শফিকুল ইসলাম সেণ্টু ( সাবেক সহ-সভাপতি, ঢাকা জেলা ছাত্রলীগ)।

ডাঃ জালাল হোসেন (সভাপতি – আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, দোহার উপজেলা)

অন্য খবর  দোহারে পরোয়ানাভুক্ত ৫ আসামি গ্রেফতার

মো. আমির আলী ওরফে আমির কোম্পানী (আওয়ামিলীগ সমর্থক)।

আপনার মতামত দিন