ঢাকার নবাবগঞ্জের গালিমপুর ইউনিয়ন পরিষদের ২০১৯-২০ অর্থবছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বাজেট সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যসহ সকল শ্রেনী পেশার মানুষের উপস্থিতে গালিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন মোল্লার সভাপতিত্বে বাজেট ঘোষণা করেন ইউপি সচিব গগন চন্দ্র দাস। এবারের অধিবেশনে ৭২,৫৯,৮৮৭ টাকার বাজেট ঘোষনা করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে ছিলেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজু। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইঞ্জি. সৈকত হোসেন সাগর, মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আজিজুল ইসলাম, মুক্তিযোদ্ধা ফিরোজ হোসেন সাচ্চু প্রমুখ।
অধিবেশন শেষে প্রধান অতিথি পবিত্র ঈদকে সামনে রেখে দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ উদ্বোধন করেণ।
আপনার মতামত দিন