দোহারে দুই মাদকসেবীর কারাদন্ড

225

ঢাকার দোহার উপজেলায় শেখ মাহফুজ ও  সেলিম নামে দুই মাদকসেবীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত মাহফুজ উপজেলার শাইনপুকুর বেথুয়া এলাকার শেখ আনোয়ারের ছেলে এবং সেলিম শ্রীনগর উপজেলার পশ্চিম বাঘড়ার হালিম চৌকিদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার শাইনপুকুর বেথুয়া এলাকা থেকে মাদক সেবনের সময় মাহফুজ ও  সেলিমকে আটক করে ফুলতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। এসময় তাদের কাছ থেকে পাঁচ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র উভয়কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

আপনার মতামত দিন