ঢাকার দোহার উপজেলার মালিকান্দা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সাথে মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী মতবিনিময় সভা করেছে দোহার থানা পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার মালিকান্দা মেঘুলা স্কুল এন্ড কলেজে নারিশা ইউনিয়ন পরিষদ ও দোহার থানা পুলিশ এ সভার আয়োজন করেন। মালিকান্দা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অজয় কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহার থানা অফিসার ইনচার্জ মো. সাজ্জাদ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সাজ্জাদ হোসেন মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গীবাদের কুফল সম্পর্কে আলোচনা করেন। এছাড়া উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ে তাদের সমস্যার কথা প্রশাসনের কাছে তুলে ধরেন।
এসময় উপস্থিত ছিলেন, নারিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ঢাকা জেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন দরানী, থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক সৌমেন মিত্র সহ মো. ফরহাদ হোসেন, মো. শাহজাহান, রমজান হোসেন এবং মালিকান্দা স্কুল এন্ড কলেজের শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।