দোহারে ইয়াবাসহ তিন ইয়াবা ব্যবসায়ী আটক

681

ঢাকার দোহার উপজেলায় শনিবার অভিযান চালিয়ে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হলেন দোহার উপজেলার মাহমুদপুর গ্রামের মৃত তারা বেপারীর ছেলে মো. রুবেল বেপারী (২৫), শ্রীকৃষ্ণপুরের মৃত শেখ মুন্নাফের ছেলে মো. সিরাজুল ইসলাম (২৭) এবং ওই এলাকা শেখ জয়নালের ছেলে মো. রুবেল (১৮)। এসময় তাদের কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা, শনিবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নানের নেতৃত্বে দোহার উপজেলার মুকসুদপুরে অভিযান চালায় র‌্যাব। এসময় মাদক বেচাকিনির সময় রুবেল বেপারী, সিরাজুল ও রুবেলকে ১০৫ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ৮,৯০০ টাকা ও মাদক বিক্রির কাজে ব্যবহ্নত ৩টি মোবাইল সেটসহ আটক করা হয়।

আপনার মতামত দিন