নতুন বছরেই দোহার-নবাবগঞ্জের শিক্ষার্থীদের কাছে পৌছে গেল বই

240
দোহার-নবাবগঞ্জ

 

‘শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ এ স্লোগানে সারা দেশের ন্যায় ঢাকার দোহার ও নবাবগঞ্জে একযোগে ‘পাঠ্যপুস্তক উৎসব দিবস’ পালন করা হয়েছে। এদিন প্রথম থেকে নবম শ্রেণির সব শিক্ষার্থীর হাতে বিনামূল্যের নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে।

দোহার উপজেলার জয়পাড়া পাইলট স্কুলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা।

দোহার-নবাবগঞ্জ

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালমা খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. হিন্দোল বারী, সাবেক ছাত্রনেতা সুরুজ আলম সুরুজ, বেগম আয়েশা বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ কুলসুম বেগম, দোহার উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আকন্দ, আওয়ামী লীগ নেতা হুকুম আলী চোকদার প্রমূখ।

দোহার-নবাবগঞ্জ

এবছর দোহারে ৫ লাখ ৫ হাজার ১৪৭টি এবং নবাবগঞ্জে ৬ লাখ ১৫ হাজার ৩৫০টি নতুন পাঠ্যবই বিতরণ করা হয়।

দোহার-নবাবগঞ্জ

এর আগে গত ২৪ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বই বিতরণ উদ্বোধন করেন। বিনামূল্যে পাঠ্যবই বিতরণ বর্তমান সরকারের একটি প্রশংসনীয় পদক্ষেপ।

দোহার-নবাবগঞ্জ

 

দোহার-নবাবগঞ্জ

আপনার মতামত দিন