ঢাকা-১ আসনে সালমান এফ রহমানের মনোনয়নপত্র দাখিল

641
সালমান এফ রহমান

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনে প্রধানমন্ত্রীর বেসরকারী খাত বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি সালমান ফজলুর রহমান সংসদ সদস্য প্রার্থী হিসেবে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ বুধবার সকাল ১১টায় প্রথমে নবাবগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফাজ্বল হোসেন ও পরে দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা সহকারী রিটার্নিং অফিসারের কাছে সালমান এফ রহমান নিজেই মনোনয়নপত্র দাখিল করেন।

সালমান এফ রহমান

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিক গ্রপের এমডি নূর আলী, সাবেক সাংসদ সুবেদ আলী টিপু, আ’লীগের জাতীয় কমিটির সদস্য আ. বাতেন মিয়া, ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়া,ঈ লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহ, দোহার উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন, কেন্দ্রীয় মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক আনার কলি পুতুল, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আলী আহসান খোকন শিকদার, নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি নাসিরউদ্দিন আহমেদ ঝিলু, সাধারণ সম্পাদক জালাল উদ্দিনপ্রমূখ।

সালমান এফ রহমান

এর আগে সালমান এফ রহমান সড়ক পথে দোহার ও নবাবগঞ্জ এলে শত শত নেতাকর্মী তাকে ফুলেল অভ্যর্থনা জানান।

অন্য খবর  নবাবগঞ্জে টেলি পুলিশিং সভা

সালমান এফ রহমান

জানা গেছে, ঢাকা-১ আসনের সম্ভাব্য প্রার্থীরা দিনের বিভিন্ন সময়ে মনোনয়নপত্র জমা দেবেন আজ। মূলত দোহার ও নবাবগঞ্জ উপজেলা নিয়ে আসনটির অবস্থান হওয়ায় প্রার্থীরা পৃথকভাবে দুই উপজেলার সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয়েই মনোনয়ন পত্র জমা দেবেন।

সালমান এফ রহমান

মনোনয়ন জমা দেয়াকে কেন্দ্র করে উৎসবমূখর পরিবেশ বিরাজ করছে দুই উপজেলা জুড়ে।

সালমান এফ রহমান

আপনার মতামত দিন