জয়কৃষ্ণপুরে চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে আচরণ বিধি ভঙ্গের অভিযোগ

406

মো:আল আমিন ♦ ঢাকা জেলার নবাবগনঞ্জ উপজেলার সবচেয়ে অবহেলিত ইউনিয়নগুলোর অন্যতম জয়কৃষ্ঞপুরে আগামী ১৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই ইউনিয়নের চেয়ারম্যান পদের জন্য লড়ছেন ৪ জন প্রার্থী। এর মধ্যে ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফরিদ আহম্মেদ এর বিরুদ্ধে পাওয়া গেছে নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগ।

তার বিরুদ্ধে পাওয়া গেছে নির্বাচনী আচরণ বিধি লংঘনের প্রমান। নির্বাচনী আচরণ বিধিতে কোন দেওয়াল বা কোন বৈদুৎতিক খামে নির্বাচনী পোস্টার না লাগানোর কথা থাকলে ও এটা মানছেন না বর্তমান চেয়ারম্যান ফরিদ আহম্মেদ। তার পোস্টার শোভা পাচ্ছে বিভিন্ন ঘরের দেওয়ালে; বৈদুৎতিক খাম সহ নানা জায়গায় দেখা গিয়েছে তার পোস্টার যা আচারণ বিধির স্পট লংঘন।

মনির, সাইফুলসহ নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন নিউজ ৩৯ কে গত ৭ তারিখে ৭ ও ৮ নং ওয়ার্ডে প্রতি ঘরে ঘরে ৩০০ করে টাকা দেবার অভিযোগ জানান, এবং যারা তা নিতে অস্বীকার করে তিনি তাদের জোর করে টাকা দিয়ে যান। তাছাড়া এই ইউনিয়নের প্রত্যেক প্রার্থীর বিরুদ্ধে পাওয়া গেছে টাকা ছড়ানোর অভিযোগ।

অন্য খবর  ধোয়াইর বাজারে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংর্ঘষ

a

ছবি: ঘড়ের বেড়ায়, বৈদ্যুতিক খুটিতে দেখা যাচ্ছে একাধিক প্রার্থীর পোস্টার

আপনার মতামত দিন