শেষ হয়ে গেলো দোহার বৃক্ষমেলা-২০১৮

308

শেষ হয়ে গেলো দোহার বৃক্ষমেলা-২০১৮ গত ১৭-০৭-২০১৮ শুরু হয়েছিলো দোহার উপজেলা বৃক্ষমেলা, যা সরকারি ভাবে ১৯-০৭-২০১৮ পর্যন্ত এবং বেসরকারি ভাবে আজ বৃহস্পতিবার ২৬-০৭-২০১৮ পর্যন্ত শেষ হলো। আয়োজনে উপজেলা পরিষদ ও কৃষি সম্প্রসারন অধিদপ্তর দোহার এবং সহযোগী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করে “দোহার গ্রীন আর্মি”। উল্লেখ্য গ্রীন আর্মির ভলান্টিয়ারগন মেলার সার্বিক তত্বাবধানে উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারন অধিদপ্তরকে সহযোগীতা করে এবং মেলা শেষে উপজেলা পরিষদ হতে গ্রীন আর্মি কে সম্মাননা পুরুস্কার তুলে দেন কৃষি অফিসার জনাব ওয়াহিদুর রাহমান কৃষি সম্প্রসারন অধিদপ্তর, দোহার ঢাকা। সংস্থাটির সভাপতি জনাব কাজী মারুফুল হাসান এক সাক্ষাৎকারে বলেন, “গ্রীন আর্মির” প্রতি উপজেলা কর্তিক অর্পিত দায়িত্ব সফল ও যথাযথ ভাবে পালন করতে পেরে আমরা অত্যান্ত গর্বিত। শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আফরোজা আক্তার রিবা ম্যাম এর প্রতি, তিনি “গ্রীন আর্মি” কে মেলার সহযোগী সংস্থা হিসেবে কাজ করার অনুমতি দেয়ায় আমরা কৃতজ্ঞ। যদি আগামিতেও উপজেলা প্রসাশনের সহযোগী সংস্থা হিসেবে কাজ করার সুযোগ পাই তবে গ্রীন আর্মি তার সর্বাধিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।

আপনার মতামত দিন