এতিমদের নিয়ে ইফতার করলেন শামীমা রাহিম শীলা

369
শামীমা রাহিম শীলা

পবিত্র মাহে রমজান উপলক্ষে বটিয়ার কাশেমুল উলুম মাদ্রাসার এতিম শিশু ও ছাত্রদের সাথে ইফতার করেছেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। ১১ রমজান ২৯ এপ্রিল সোমবার তিনি মাদ্রাসার ছাত্রদের সাথে তিনি এই ইফতার মাহফিলে অংশ গ্রহন করেন।

প্রতি বছরই দোহারের বিভিন্ন মাদরাসা ছাত্রদের সাথে ইফতারে অংশ গ্রহন করেন দোহার উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা রাহিম শীলা। তারই ধারাবাহিকতায় এবার তিনি ইফতার করেন দোহার উপজেলার বিলাশপুরের বটিয়ার কাশেমুল উলুম মাদ্রাসায়। ইফতারে মাদ্রাসা ছাত্র-ছাত্রী ও শিক্ষক ছাড়াও আরো উপস্থিত ছিলেন দোহার উপজেলা বিএনপি ও এর অংগ অংগঠনের নেতা কর্মীরা। এই সময় দেশমাতা বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দোয়া করা হয়।

শামীমা রাহিম শীলা

আপনার মতামত দিন