নবাবগঞ্জে লিচু চাষে স্বাবলম্বী কৃষক

824
নবাবগঞ্জে লিচু চাষে স্বাবলম্বী কৃষক

চলতি মৌসুমে নবাবগঞ্জে বিভিন্ন লিচু বাগান গুলোর গাছে গাছে দেখা যাচ্ছে লিচু। লক্ষ টাকার লিচু বিক্রি করে স্বাবলম্বী হয়ে আয়ের স্বপ্ন দেখছেন লিচুচাষিরা।

এরই মধ্যে নবাবগঞ্জে ভাওয়ালিয়া গ্রামে অনুপম দত্ত নিপু ৩০ টি লিচু গাছ দিয়ে বাগান শুরু করে এবছর তিনি পর্যাক্তপরিমান লিচু বিক্রি করে স্বাবলম্বী হয়ে লক্ষ টাকা অায় করছে।

আর এভাবে নিপুর লিচু চাষে স্বাবলম্বী দেখে এলাকাবাসীর মধ্যে লিচু চাষের আগ্রহ দিন দিন বেড়েই চলছে। বর্তমান লিচুর পুরো সিজন। এইসময়টায় সারাদেশে লিচু বাগানের লিচু সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষীরা। অার এসব লিচু বাজারে পাইকারি দরে বিক্রি চলছে।

ভাওয়ালিয়া গ্রামে লিচু চাষী অনুপম দত্ত নিপু বলেন,  গতবছর ৩০ টি লিচু গাছের চারা নিয়ে লিচু চাষ শুরু করেছি। গতবছর প্রথমবারের মতো লিচুর পরিমান কম হলেও এবছর গাছে প্রচুর পরিমান লিচু এসেছে। অাশা করছি চলতি মৌসুমে বাগান থেকে ১-২ লক্ষ টাকার লিচু বিক্রি করতে পারবো। নবাবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা শহীদুল অামি বলেন,  গত বছরের তুলানায় এবছর নবাবগঞ্জে এবছর লিচুর বাম্পার ফলন হয়েছে। অাশা করা যাচ্ছে এবছর লিচু চাষে কৃষক স্বাবলম্বী হবে

আপনার মতামত দিন