জয়পাড়া থেকে ইয়াবা ও হিরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

830

ঢাকা জেলার দোহার উপজেলার উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে বিল্লাল হোসেন (৩৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১।  তার কাছ থেকে ১১২ পিচ ইয়াবা ও ২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে। বিল্লাল হোসেন দোহারের জয়পাড়া খাড়াকান্দার ইমান আলীর পুত্র।

র‌্যাব-১১ এর সূত্রে জানা যায়, সোমবার বিকাল সোয়া ৪টায় র‌্যাব-১১ এর কোম্পানী কমান্ডার সহকারী পরিচালক মোঃ নাহিদ হাসান জনির নের্তৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে দোহারের উত্তর জয়পাড়া চৌধুরীপাড়া জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী বিল্লালকে আটক করে  র‌্যাব।  এই সময় তার কাছ থেকে ১১২ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০২ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়।

আসামীর বিরুদ্ধে  দোহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র‌্যাব।

আপনার মতামত দিন