বারুয়াখালী থেকে ইয়াবা ব্যবসায়ী আটক

278

নবাবগঞ্জ উপজেলার বারুয়াখালী ইউনিয়নের সাবেক মামুন চেয়ারম্যানের বাড়ির সামনের রাস্তা থেকে ৮৫ পিচ ইয়াবাসহ মো. মোজাফফর দেওয়ান (৫০) কে আটক করেছে বারুয়াখালী তদন্ত কেন্দ্রের পুলিশ।

মঙ্গলবার সকাল ৯টার সময় তাকে আটক করা হয়। আটককৃত মোজাফফর দেওয়ান বারুয়াখালী গ্রামের মৃত জলিল দেওয়ানের ছেলে।

বারুয়াখালী তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কামরুল হাসান প্রিয় বাংলাকে জানান, এএসআই মো. রবিউল আলমসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় বিশেষ অভিযান ও মাদকদ্রব্য অভিযান পরিচালনা করতেগিয়ে তাকে হাতেনাতে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নবাবগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ান্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

আপনার মতামত দিন