দোহারে পুলিশের অভিযান; প্রাইভেট পড়ানো অবস্থায় স্কুল শিক্ষকসহ তিন জন আটক

768
নবাবগঞ্জ

সরকারি নির্দেশনা মোতাবেক কোচিং সেন্টার বন্ধ থাকার কথা থাকলেও তা অমান্য করে এইচএসসি পরীক্ষা চলাকালীন সময় নিজস্ব প্রাইভেট কোচিং সেন্টার খোলা রাখার অপরাধে দোহারে এক স্কুল শিক্ষকসহ তিন জন শিক্ষককে আটক করেছে দোহার থানা পুলিশ। দোহার থানা অফিসার ইনচার্জ শেখ সিরাজুল ইসলাম লিটুর নেতৃত্বে এই অভিযান চালানো হয়।অভিযানে অংশ নেন এস আই আব্দুল বারেক।

আটককৃতরা হলো তন্ময় হালদার, সুনির্মল হালদার এবং স্থানীয় একটি বালিকা বিদ্যালয়ের খন্ডকালীন এক শিক্ষক মমিন।

দোহার থানা পুলিশের ডিউটি অফিসার নিউজ৩৯কে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে জয়পাড়ার তাদের মালিকাধীন প্রাইভেট কোচিং সেন্টার থেকে  পাঠদানরত অবস্থায় ওই তিনজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। যদিও তাদেরকে পাঠদানঅবস্থায় ব্যাতীত অন্য কিছু পাওয়া যায়নি।

দোহার থানার অফিসার-ইন-চার্জ শেখ সিরাজুল ইসলাম নিউজ৩৯কে বলেন, সরকারি নির্দেশনা অমান্য করায় তাদের আটক করা হয়েছে।তবে পরীক্ষা শেষ হওয়ার পর তাদেরকে ছেড়ে দেয়া হবে। গোপন সংবাদের সূত্রে এই অভিযান পরিচালনা করা হয়।

দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা আটকের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত দিন