ছাত্রছাত্রীদেরকেই দেশের দায়িত্ব নিতে হবেঃ আব্দুল মান্নান খান

418
ছাত্রছাত্রীদেরকেই দেশের দায়িত্ব নিতে হবেঃ আব্দুল মান্নান খান

ছাত্রছাত্রীরাই দেশের জন্য ভবিষ্যৎ, তারাই এই দেশকে এগিয়ে নিয়ে যাবে, তারাই দেশকে সামনে থেকে নেতৃত্ব দিবে। তারাই একসময় এই দেশকে সোনার বাংলায় পরিনত করবে। তারাই পারবে বংগবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে বলে মন্তব্য করেছেন সাবেক গৃহায়ন ও গনপূর্ত প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান খান। শনিবার সকালে জয়পাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

ছাত্রছাত্রীদেরকেই দেশের দায়িত্ব নিতে হবেঃ আব্দুল মান্নান খান

দোহারের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান জয়পাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মান্নান খান বলেন, দেশ আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে চলছে। এই ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার দক্ষ নেতৃত্ব যেমন প্রয়োজন। ঠিক তেমনি ভাবে এই ছাত্রছাত্রীদের এগিয়ে আসতে হবে দেশ গড়ার জন্য। নিজ নিজ স্থান থেকে দেশকে সেবা করে যেতে হবে।

ছাত্রছাত্রীদেরকেই দেশের দায়িত্ব নিতে হবেঃ আব্দুল মান্নান খান

এই বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লিয়াকত আলী, ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফজলুল হক, জয়পাড়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য সাজ্জাদ হোসেন সুরুজ, দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ সিরাজুল ইসলাম লিটু, জয়পাড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক হায়াত আলি মিঞা, দোহার উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম বাবুল, নুর শিশু একাডেমি এন্ড গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ শহীদুল্লাহ প্রমুখ।

অন্য খবর  শিক্ষাই পারে দেশকে এগিয়ে নিয়ে যেতেঃ আব্দুল মান্নান খান

ছাত্রছাত্রীদেরকেই দেশের দায়িত্ব নিতে হবেঃ আব্দুল মান্নান খান

 

 

ছাত্রছাত্রীদেরকেই দেশের দায়িত্ব নিতে হবেঃ আব্দুল মান্নান খান

আপনার মতামত দিন