বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা প্রশাসন কার্যালয়ে জনসাধারণের বিক্ষোভ মিছিল, মানব বন্ধন ও গণরোষ থেকে বাঁচতে ; একই সাথে প্রশাসনের নিয়মিত কার্যকর চাপে দোহার উপজেলার নারিশা ইউনিয়নের জোয়ার নারিশা গ্রামের অশ্লীল যাত্রাপালা বন্ধের ঘোষণা দিয়েছে যাত্রা কমিটির সভাপতি আবুল কালাম হাওলাদার। জানা যায়, তাঁর এহেন কার্যকলাপে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ায় তিনি নিজ দল থেকেও চাপে ছিলেন। তাই সকল চাপ্ন এড়াতে বুধবার উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে লিখিত ভাবে আবেদন করেছেন যে তিনি এই যাত্রাপালা বন্ধ করে দিবেন।
এক্ষেত্রে উপজেলা নিরবাহি কর্মকর্তা কে এম আল – আমিনের ভূমিকা ও উপজেলা চেয়ারম্যান আলমগির হোসেনের ভূমিকা সকল মহলে প্রশংসা কূরিয়েছে।একই সাথে অফিসার ইন চার্জ শেখ সিরাজুল ইসলামের ভূমিকাও ছিল প্রশংসিত। বার বার তাদের সময়োচিত এবং সংঘাতহীন এই উদ্যোগ সরকারে ভাবমূর্তি উজ্জ্বল করেছে বলেই জন সাধারণ মনে করে।
এই যাত্রাপালার ব্যাপারে দোহারের বিভিন্ন গণ মাধ্যম সহ জাতীয় গণ মাধ্যম ধারাবাহিক সংবাদ পরিবেশন করে আসছিলো, যার ফলশ্রুতিতে এই যাত্রাপালা বন্ধ হলো বলে মনে করেন সকলে।